নিজস্ব প্রতিনিধিঃ অসহায় ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতারণ করলেন সাতক্ষীরা জেলা পুলিশ। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সকাল ১০ টায় পুলিশ লাইনে ঈদ বস্ত্র বিতারণ করা হয়। এ সময় ৬শ পুরুষ এবং ৩শ মহিলাদের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ বস্ত্র বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঈদ সামগ্রী বিতরণ করেন, পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈন উদ্দিন, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার ,সহকারী পুলিশ সুপার হুমায়ন কবীর ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ প্রমুখ।
এ সময় পুলিশের পাশাপাশি সকল কে তাদের পাশে দাড়ানো আহ্বান জানানো হয়।