অনলাইন ক্লাস জোরদারকরণ শীর্ষক ভার্চুয়্যাল মতবিনিময় সভা সম্পন্ন

35

সাতকানিয়া আদর্শ ডিগ্রি মহিলা কলেজের উদ্যোগে সাতকানিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত ৮ মে, শনিবার উপজেলার সকল প্রতিষ্ঠানপ্রধান নিয়ে অনলাইন ক্লাস জোরদার শীর্ষক অনলাইনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ শিব শংকর শীলের সঞ্চালনায় কলেজ গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী।

জাতির জনকের দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অসামান্য অবদানে বাংলাদেশ করোনাকালেও অনলাইন শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রেখেছে। আগামীতে প্রত্যেক শিক্ষককে অ্যাপের মাধ্যমে জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে। প্রধান অতিথি তার বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান আলোচক হিসেবে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, ডিজিটাল কনসেপ্টের কারণে দেশে আজ অটোমেশন পদ্ধতি চালু হয়েছে। এখন যদি জ্ঞানভিত্তিক, প্রতিযোগিতামূলক, এবং দক্ষতাভিত্তিক জনসম্পদ তৈরি করা যায় তাহলে ‘৪১ সালের রুপকল্পের দিকে আমরা অগ্রসর হয়ে উন্নত দেশে রূপান্তরিত হব।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরীফ, একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব, অধ্যাপক রুহুল কাদের, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।সমাপনী বক্তব্যে নুরুল আবছার চৌধুরী শিক্ষক-শিক্ষার্থীদের ফ্রি ইন্টারনেট ও শিক্ষা লোন প্রদানের আবেদন জানান। প্রেস বিজ্ঞপ্তি