বিয়ে করছেন জাস্টিন বিবার ও হেইলি ব্লাডউইন!

24
জাস্টিন বিবার ও হেইলি ব্লাডউইন

সেই ২০১৫ সাল থেকে মডেল হেইলি ব্লাডউইনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মার্কিন রকস্টার জাস্টিন বিবার। কিছুদিন আগে হেইলির সঙ্গে বাগদানও সেরে ফেলেন জাস্টিন। সম্প্রতি শোনা যায়, হেইলি ব্লাডউইনের সঙ্গে লুকিয়ে বিয়েটাও সেরে ফেলেছেন মার্কিন পপস্টার।

তবে না, এখন শোনা যাচ্ছে তাঁরা এখনও বিয়ে করেননি। বিয়ের আগে ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে কোর্ট হাউসে গিয়েছিলেন জাস্টিন ও হেইলি। তাঁর দুজনে হাত ধরাধরি করে কোর্ট হাউস থেকে বের হতেই তাঁদের বিয়ের খবর ছড়িয়ে পড়ে। এপ্রসঙ্গে হেইলি ব্লাডউইন বলেন, ”আমি জানি না, কীভাবে এধরনের খবর ছড়াচ্ছে? আমি কিন্তু এখনও বিবাহিত নই।”

haileybaldwin

এদিকে tmz.com সূত্রে খবর, বৃহস্পতিবার ম্যারেজ ব্যুরো অফিসে পৌঁছলে জাস্টিন ও হেইলিকে VIP ট্রিটমেন্ট করা হয়। সেখানে জাস্টিন রেজিস্ট্রেশনের আবেদনপত্রও ফিলাপ করেন দুজনে। জানা যাচ্ছে জাস্টিন নাকি হেইলিকে কাঁদতে কাঁদতে বলেন, ”আমি তোমায় বিয়ের জন্য আর অপেক্ষা করতে পারছি না, বেবি। ” বিশেষ সূত্রে খবর, আগামী সপ্তাহেই কানাডাতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে বাঁধা পড়বেন জাস্টিন বিবার ও হেইলি ব্লাডউইন।