মুক্তির আগেই অশ্লীল সংলাপ ও দৃশ্যে অভিযোগে বলিউডের ‘ভিরে দে ওয়েডিং’ ছবিটি নিয়ে শোরগোল শুরু হয়েছে। এবার পাকিস্তানে ছবিটির প্রদর্শন নিষিদ্ধ হওয়ায় আলোচনায় নতুনমাত্রা যোগ হয়েছে। এতে অভিনয় করেছেন কারিনা কাপুর, সোনম কাপুর প্রমুখ।
সম্প্রতি পাকিস্তানে সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়। সেখানেই অশ্লীলতার অভিযোগে ছবিটি পাকিস্তানে প্রদর্শন নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
পাকিস্তানের সেন্সর বোর্ডের চেয়ারম্যান ড্যানিয়েল গিলানি বলেছেন, বোর্ডের সদস্যরা ‘ভিরে দে ওয়েডিং’ছবিটি পাকিস্তানে মুক্তি দিতে চায় না। তাদের মনে হয়েছে, এই ছবির বিষয়বস্তু সে দেশের সেন্সরশিপ অব ফিল্ম কোড ১৯৮০-এর বিরুদ্ধাচরণ করছে।
আগামী ১ জুন মুক্তি পায় ‘ভিরে দে ওয়েডিং’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ। প্রযোজনা করেছেন যৌথভাবে রিয়া কাপুর, একতা কাপুর এবং নিখিল ডিউবেদী। ছবিতে অভিনয় করেছেন সোনম কাপুর, করিনা কাপুর খান, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া। অনেক দিক দিয়ে ছবিটি অনেকের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মা হওয়ার পর কারিনার এটিই প্রথম ছবি। সোনমের বিয়ের পর এই ছবিটি প্রথম মুক্তি পায়।
এর আগে পাকিস্তানে আলিয়া ভাট অভিনীত ‘রাজি’ ও জন আব্রাহাম অভিনীত ‘পরমাণু’ ছবি মুক্তির ব্যাপারে নিষেধাজ্ঞা করা হয়।