সৌম্য-মাহমুদউল্লাহর জোড়া সেঞ্চুরিতে ইনিংস পরাজয় বাঁচানোর আশা

14

হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের ভাগ্যে হার লেখা হয়ে গেছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হবার পরই। বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর ইনিংস পরাজয়টাও বলতে গেলে নিশ্চিত হয়ে যায়।

৪৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু। ১২৬ রানের মধ্যে ৪ উইকেট হারানো টাইগাররা খুব বেশিদূর যেতে পারবে না এমনটাই ভেবেছিলেন সবাই।

তবে সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদ আর সবার মতো ভাবেননি। হার নিশ্চিত জেনেও দুর্দান্ত লড়াইয়ের মানসিকতা নিয়ে খেলেছেন তারা। যার ফলশ্রুতিতে কিউই বোলিং সামলে সেঞ্চুরিও পেয়ে গেছেন তারা।

পঞ্চম উইকেটে ২৩৫ রানের লড়াকু এক জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। যে জুটির উপর ভর করে এখন ইনিংস পরাজয় বাঁচানোর স্বপ্নও দেখছে বাংলাদেশ।

১৭১ বলে ২১ বাউন্ডারি আর ৫ ছক্কায় ১৪৯ রান করে সৌম্য সরকার সাজঘরে ফিরে গেছেন। এরপর লিটন দাস (১), মেহেদী মিরাজ (১) আর আবু জায়েদকে (৩) অল্প ব্যবধানেই হারিয়েছে টাইগাররা।

কিন্তু দলপতি মাহমুদউল্লাহ বুক চিতিয়ে লড়ছেন। ২২২ বল মোকাবেলায় ২১টি চার আর ৩টি ছক্কার মারে ১৪৫ রানে অপরাজিত আছেন তিনি।

চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪২৪ রান। মাহমুদউল্লাহর সঙ্গে উইকেটে আছেন খালেদ আহমেদ। ইনিংস পরাজয় এড়াতে আর ৫৭ রান করতে হবে সফরকারিদের।