সুন্দরবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে ফরেস্ট

11
সুন্দরবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে ফরেস্ট

আব্দুল হালিম উপকূল প্রতিনিধিঃ সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনকে হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে সুন্দবনের কিছু অসাধু ফরেষ্ট কর্মকর্তা ও কর্মচারী। সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের বেশ কিছু অংশ অভয়ারণ্য এলাকা হিসাবে সংরক্ষিত করা আছে। তবে বন পাহারাদের যোগসাজে ঐ সব নিষিদ্ধ এলকায় মাছ ,কাকঁড়া ধরা চলছে অবাদে যেন দেখার কেউ নেই।

কাঁকড়া জেলেরা বলে প্রতি গণে নৌকা প্রতি ৫শ টাকা করে পুষ্পকাটি, দোবেকি-লটাবেকি বন টহল ফাঁড়ী ও বুড়িগোয়ালিনী, ফরেষ্টকে দিলে অভয়ারণ্য এলাকায় মাছ,কাঁকড়া ধরা যায়।

বুড়িগোয়ালিনী,গাবুরা,পাতাখালী এলাকার জেলেরা বলে সুন্দবনে বেশ কিছু কোম্পানি আছে তাদের মাধ্যমে মাছ,কাঁকড়া ধরলে সুন্দবনের কোন ফরেষ্ট জেলেদের কিছু বলেনা।

চলছে প্রতি বছরের মত বিএলসি নবায়ন। মাছ, কাঁকড়ার বিএলসি সরকারী রেট ১৮-২০ টাকা কিন্তু ফরেষ্ট নিচ্ছে ৬০০ টাকা। সুন্দরবনে টুরিস্ট ভ্রমণ বিএলসি সরকারী রেট ১৭০০-১৯০০ শ টাকা হলেও ফরেষ্ট নিচ্ছে ৪ হাজার টাকা।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়রম্যান বুড়িগোয়ালিনী স্টেশনে এসেবিএলসি নবায়ন রেট বেঁধে দিয়ে ছিল ৪ শত টাকা তবে কে শুনে কার কথা।