সিংগাইরে নকল নবিশদের কলম ও কর্ম বিরতি পালন

74
সিংগাইরে নকল নবিশদের কলম ও কর্ম বিরতি পালন

মোহাম্মদ মাজহারুল ইসলাম খান, মানিকগঞ্জ প্রতিনিধিঃ সিংগাইর সাব-রেজিষ্ট্রী অফিসের নকল নবিশেরা কলম ও কর্ম বিরতি পলন করেছে। ২০মে- সোমবার এ কলম ও কর্ম বিরতি দিবস পালন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১৯৭৩ সালের ঘোষণার বাস্তবায়ন চেয়ে চাকুরী স্থায়ীকরণ ও বকেয়া বেতন পরিশোধের দাবীতে কলম বিরতি ও কর্ম বিরতি পালন করেছে সিংগাইর সাব-রেজিষ্ট্রী অফেসের নকল নবিশ (এক্সট্রা মোহরার) বৃন্দ।

তারা সিংগাইর সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ের সামনে সোমবার দুপুরে ব্যানার নিয়ে দাঁড়িয়ে মৌন প্রতিবাদ স্বরূপ নিরবতা পালন করে। এ সময় বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন, সিংগাইর সাব-রেজিষ্ট্রার অফিস শাখার সভাপতি- আব্দুল মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক- শাহনাজ বেগম সহ অন্যান্য নকল নবিশবৃন্দ উপস্থিত ছিলেন।