সাতক্ষীরায় কম দামে বিড়ি খাওয়ার দাবিতে মানববন্ধন

52
সাতক্ষীরায় কম দামে বিড়ি খাওয়ার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে বিড়ির ওপর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বিড়ি ভোক্তা পরিবার। বিড়ি ভোক্তা পরিবারের সভাপতি মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, বিড়ি ভোক্তা পরিবারের সদস্য সুমন, আলমগীর, শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আমরা গরিব মানুষ কম টাকায় বিড়ি পান করতে চাই। বিড়ির ওপর কর চাপানোর সিদ্ধান্ত মানি না। এ সিদ্ধান্তকে প্রতিবাদ জানাই। একইসঙ্গে বিড়ির ওপর সব কর প্রত্যাহারের দাবি জানাই। প্রতি বছরই বিড়ির দাম বাড়ানো হচ্ছে। এতে করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, বৃটিশ কোম্পানির সিগারেটে উৎসাহিত করা হচ্ছে।

এ দেশে সিগাররেট থাকবে যতদিন বিড়ি থাকবে ততদিন, বিদেশি সিগারেট বন্ধ কর করতে হবে, বিড়িতে ট্যাক্স ছিল না বঙ্গবন্ধুর আমলে, ষড়যন্ত্র মানি না মানবো না মানববন্ধনে এসব স্লোগান দেয় তারা।