সাতক্ষীরার বিনেরপোতায় অাগুনে পুড়ে দোকান ভস্মীভূত!

21

মোঃ জাবের হোসেন: সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের বিসিক মেঘনা মোড়ে দুটি দোকানে আগুন ধরে ক্ষতিসাধনের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১১টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, বিনেরপোতা গ্রামের মুজিবর রহমানের ছেলে মশিউর রহমান খুলনা-সাতক্ষীরা মহাড়কের পাশে বিনেরপোতা মেঘনা মোড়ে কাঠ ও টিনের ছাউনি দিয়ে দুটি দোকান তৈরি করে। মশিউর রহমান একটিতে নিজে কাঠের ব্যবসা পরিচালনা করেন। অপর দোকানটি ফিরোজ নামের হোটেল ব্যবসায়ীর কাছে ভাড়া দেন। হোটেল মালিক ফিরোজ হোসেন সারাদিন দোকান পরিচালনা করে রাত ১১টার দিকে বন্ধ করে বাড়ি ফেরেন।

হোটেল কর্তৃপক্ষ হোটেলের চুলার উপর কাঁচাকাঠ শুকানোর উদ্দেশ্যে রেখে বাড়িতে ফিরে যায়। রাত ১১টার দিকে চুলার উপরে ওই কাঠে আগুন ধরে যায়।

আগুনের মাত্রা বৃদ্ধি পেলে দুটি দোকান দাও দাও করে জলতে থাকে। এসময় পথচারীরা দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে সাতক্ষীরা ফায়ার সার্ভিসে সংবাদ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সাতক্ষীরা ফায়ার সার্ভিস এবং কাটিয়া পুলিশ ফাঁড়ীর আইসি মো: আসাদুজ্জামান তাৎক্ষনিক ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।