শ্যামনগর বুড়িগোয়ালিনীতে জেলে বাওয়ালীদের পাস পারমিটের দাবীতে মানববন্ধন।

77

আব্দুল হালিম শ্যামনগর, প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপকুলবর্তী এলাকা বুড়িগোয়ালিনী, গাবুরার জেলে বাওয়ালীদের সুন্দরবনের মাছ কাঁকড়া আহরনের জন্য পাস পারমিট বন্ধ থাকার কারনে মঙ্গলবার সকাল ১০.টায় বুড়িগোয়ালিনী, গাবুরা এলাকার শতশত জেলে বাওয়ালীরা মানববন্ধনে অংশ গ্রহন করেছে। বুড়িগোয়ালিনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কার্যালয়ের সামনে মানববন্ধনে উপস্থিত জেলে বাওয়ালীদের বিশেষ বিশেষ দাবী উপস্থাপন করে। উল্লেখ যোগ্য দাবীর মধ্যে জেলে বাওয়ালীরা মানববন্ধনে বন বিভাগের নিকট প্রার্ণের দাবী জেলে বাওয়ালীদের গত ১ মাসের অধিক সুন্দরবনের পাস পারমিট বন্ধের কারনে এত অভাব অনাটন কখনও হয়নি । এবারের ঈদুল আযাহ পালনে ১০০জেলে বাওয়ালী পরিবারের মধ্যে ৮০ থেকে ৮৫টি পরিবারের নতুন পোষক কেনা তো দুরের কথা সেমাই চিনি কিনতে পারিনি।

এই এলাকায় জেলে বাওয়ালীদের একমাত্র আয়ের উৎস সুন্দরবনে মাছ কাঁকড়া,। সেই মাছ কাঁকড়া ধরার অনুমতি পত্র(পাস পারমিট) খুলে দেওয়ার জন্য উপস্থিত জেলে বাওয়ালীদের পক্ষ বন বিভাগের কতৃপক্ষের নিকট আকুল দাবী জানান। সুন্দরবনের যারা বিষ দিয়ে মাছ ধরে তারা দেশ ও জাতির শত্রু তাদের বিরোদ্ধে আমরাই জেলে বাওয়ালী ঐক্যবদ্ধ ভাবে বন বিভাগের সহযোগিতায় প্রতিরোধ ব্যবস্থা করব।

আজকের মানববন্ধনে জেলে বাওয়ালীদের পক্ষে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী সাবেক ইউ/পি সদস্য রবিউল ইসলাম বলেন, বন বিভাগের নিকট দাবী জেলে বাওয়ালীদের পাস দিতে হবে তা নাহলে জেলে বাওয়ালীদের পরিবারে মহামারি দুর্বিক্ষ দেখা দিবে, বর্তমানে জেলে বাওয়ালী পরিবারের অভাবের বাস্তব চিত্র খুবই দুঃখজনক হলেও সত্য যে পাস পারমিটের ব্যবস্থা ব্যতীত সমস্যার সমাধান সম্ভাব না।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা আক্তারুজামান মানববন্ধনে জেলে বাওয়ালীদের দাবীর প্রত্যেকেটি বিষয় আমার উর্ধতন কর্মকর্তাদের নিকট জানায়ে দিব বলে আশ্বাস দিয়েছেন।
আমাদের সাধারন জেলে বাওয়ালীদের মাছ কাঁকড়া ধরার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এই এলাকার শত শত জেলে পরিরার।