ঢাকা বিশ্ববিদ্যালয় বাসস্ট্যান্ডে পরিনত হয়েছে

39
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

রাবাত রেজা খান,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের শোকরানা মাহফিল উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বাসস্ট্যান্ডে পরিনত হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মানুষ বাসে করে মাহফিলে যোগ দিয়েছেন। কিন্তু বাসগুলো রাখা হয়েছে বিশ্ববিদ্যালয় এলাকায়।

বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত এলাকায় স‍্যার এ এফ রহমান হল শুরু করে টিএসসি পর্যন্ত, পলাশী থেকে সলিমুল্লাহ হলের সামনে দিয়ে উদয়ন স্কুলের সামনে পর্যন্ত শত শত বাস পার্কিং করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মল চত্বরের পুরো যায়গায় বাস পার্কিং করা হয়েছে। শাহবাগের চারুকলা অনুষদের সামনে টিএসসি পর্যন্ত সমগ্র যায়গা বাসস্ট্যান্ডে পরিনত হয়েছে।

হাইকোর্টের সামনে ও দোয়েল চত্বরের চারপাশে বাস রাখা হয়েছে। অমর একুশে হলের আশেপাশের রাস্তায়ও বাস রাখা হয়েছে। মোদ্দাকথা পুরো বিশ্ববিদ্যালয় এলাকা বাসস্ট্যান্ডে পরিনত হয়েছে। তাছাড়া হল গুলোতে ও বিশ্ববিদ্যালয় এলাকায় মাহফিলে আগত হাজার হাজার মানুষ আনাগোনা করছে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা চলাকালে এরূপ অবস্থা কখনোই কাম‍্য নয়।

বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেদিকে  বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজর দেওয়া উচিত।