যশোরে কচু চাষ করে সাফল্যের মুখ দেখেছে দুই ভাই

77

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে কচু চাষ করে সাফল্যের মুখ দেখেছে ২ ভাই। উপজেলার জাহানপুর গ্রামের মৃত মেহের আলী সরদারের ছেলে মজিবর রহমান সরদার ও আজিজুর রহমান সরদার ২ বিঘা জমি লিচ নিয়ে ৬ মাস আগে শোলা কচুর চাষ করেন।

মজিবর রহমান সরদার ও আজিজুর রহমান সরদার জানান, কচু চাষ করে প্রায় ২ লক্ষাধিক টাকা খরচ দাড়িয়েছে। কচুর চারা রোপনের পর মাঝে মধ্যে জমিতে সার কিটনাশক ব্যবহারসহ গাছ পরিচর্জা করার পর থেকে গাছে লতি ধরে। লতি আর কচু প্রায় ৪ লক্ষাধিক টাকা বিক্রি করা হয়েছে। এখনও পর্যন্ত লতি আর কচু প্রায় ২ লক্ষাধিক টাকা বিক্রি হবে। গত বছরে বেশী লাভ না হলেও এবছরে অনেক লাভবান হয়েছি আমরা।

আগামী বছরেও এই কচুর চাষ করবো বলে আমরা আশা করছি। আমরা কখনো ভাবিনি অল্প খরচে এত লাভবান হবো। লতি আর কচু কেশবপুর শহরের চাহিদা মিটিয়েও যশোর, সাতক্ষিরা, নওয়াপাড়া, খুলনা, পাইকগাছা, বাঘারপাড়া, মাগুরা, ডুমুরিয়া, ঝিনাইদহ, কালিগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় কচু আর লতি।