কবিতা: মা

23
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

এসকেএইচ সৌরভ হালদার

আঁচল থেকে আড়াল করে

তোমায় যেন খুঁজি

ওই দেখা যায় মা বলে

যখন তখন ডাকি।

চাওয়া পাওয়ার শেষ নাই

মায়ের কথা মনে হলে

আরো যেন পেতে চায় ।

খাদ্য-খাবার বিলাসবহুল

যখন আমি পেতে চাই

দুঃখে হোক বা সুখে হোক

মা আমার তা দিয়ে যায়।

ভাবি যখন একা মনে

মা যখন থাকবেনা,

আমার এ জীবনে

দুঃখ-কষ্ট চলে আসে যেন একবারে।

চোখের আড়াল করে

তখন কাঁদিয়া একাকী মনে প্রার্থনা করি

মাগো তুমি বেঁচে থাকো সারা জীবন এ।