মহেশখালীতে উপকূলীয় এলাকার ছয় দস্যু বাহিনীর ৪৩ সদস্য আত্মসমর্পণ করেছেন

8
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিচ্ছেন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিচ্ছেন

কক্সবাজারের মহেশখালীতে উপকূলীয় এলাকার ছয় দস্যু বাহিনীর ৪৩ সদস্য আত্মসমর্পণ করেছেন। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করেন।

এসময় দস্যু বাহিনীর সদস্যরা আধুনিক এসএমজিসহ ৯৪টি বন্দুক ও আট হাজার রাউন্ড গুলি জমা দেন। এদিন মহেশখালীতে এ আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করে র‌্যাব।

সূত্র জানায়, কক্সবাজারের উপকূলীয় মহেশখালী-কুতুবদিয়া দ্বীপসহ উপকূলীয় এলাকায় বর্তমানে একাধিক সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে।একাধিক দস্যু বাহিনীর শত শত সদস্য সমুদ্র উপকূলীয় পাহাড়ি এলাকায় ত্রাস চালিয়ে আসছিল। সর্বশেষ গত কয়েকদিন আগেও মহেশখালীর সোনাদিয়াসহ আশপাশের এলাকায় একাধিক ট্রলার দস্যুতার শিকার হয়।

একইভাবে উপকূলে সন্ত্রাসী গ্রুপগুলো ধারাবাহিকভাবে সন্ত্রাস করে আসছিল। তালিকাভূক্ত এসব সন্ত্রাসী তাদের অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় জানিয়েছেন। এমন পটভূমিতে র‌্যাবের উদ্যোগে বড় আয়োজনের মাধ্যমে এ আত্মসমর্পণ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে।

এদিকে মহেশখালী-কুতুবদিয়া এলাকার এসব সন্ত্রাসী আইনের আওতায় চলে আসার ঘটনায় খুশি উপকূলীয় এলাকার মানুষ। সর্বশেষ তথ্যে জানা গেছে, উপকূলীয় এলাকার আলোচিত সন্ত্রাসী গ্রুপ কালাবদা বাহিনী, জালাল বাহিনী, আনজু বাহিনী, রমিজ বাহিনী, আলা উদ্দিন বাহিনী ও আয়ুব বাহিনীর ৪৩ জন সদস্য আধুনিক এসএমজিসহ ৯৪ টি অস্ত্র ও ৭ হাজার ৬ শত ৩৭ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেন।

বেলা সাড়ে ১১ টায় শুরু হয়ে এ আত্মসমর্পণ অনুষ্ঠান বেলা ১২টা ৪০ মিনিটে এ রির্পোট লেখা পর্যন্ত চলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, র‌্যাব-৭ এর প্রধান লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রমুখ।