ভারত স্বীকার করল ‘বালোকোটে কেউ নিহত হয় নি’

11
ভারত স্বীকার করল ‘বালোকোটে কেউ নিহত হয় নি’

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত রোববার স্বীকার করেছে যে, পাকিস্তানের অভ্যন্তরে বালাকোটে বিমান হামলায় কেউ নিহত হয় নি। ভারতের পক্ষ থেকে এটাই এ বিষয়ে প্রথম স্বীকারোক্তি।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দার সিং আহলুওয়ালিয়া ভারতের একটি টিভি চ্যানেলকে বলেন, “বিমান হামলা ছিল শুধুমাত্র সতর্কতা।”

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা অন্য কোনো মন্ত্রী অথবা সরকারি কোনো মুখপাত্র হতাহতের বিষয়ে কোনো সংখ্যা প্রকাশ করেন নি। বরং ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসীদের অনিশ্চিত সংখ্যা প্রকাশ করা হয়েছে।

এর আগে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন, গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলায় যে বহুসংখ্যক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে সে সম্পর্কে সরকার কোনো তথ্য-প্রমাণ শেয়ার করবে না।

২৬ ফেব্রুয়ারি ভারতের কয়েকটি যুদ্ধবিমান পাকিস্তানের বালাকোটে হামলা চালায়। নরেন্দ্র মোদির সরকার দাবি করেছে, ‘সন্ত্রাসীদের ক্যাম্প’ ধ্বংস করা হয়েছে কিন্তু পাকিস্তান দাবি করছে, এ ধরনের কোনো আস্তানা সেখানে ছিল না।