বেনাপোল পোর্ট নবগত ওসি ফুলের শুভেচ্ছায় সংবর্ধিত হলেন

33
বেনাপোল পোর্ট নবগত ওসি ফুলের শুভেচ্ছায় সংবর্ধিত হলেন

মো: জাকির হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের নবগত অফিসার্স ইনচার্জ মাসুদ খানকে ফুল দিয়ে বরণ করে ন্যায় সানরাইজ পাবলিক স্কুল,ট্রান্সপোর্ট মালিক ও ট্রাক মালিকের সভাপতি সাধারণ সম্পাদক শনিবার(২১/০৯/২০১৯ খ্রি:)সন্ধার দিকে ফুল দেওয়া নেওয়ার কার্যক্রম শুরু হয়। জনগনের যে কোন বিপদে তদের পাশে থেকে সর্বদা আইনি সহায়াতা দিতে প্রম্তত বাংলাদেশ পুলিশ এরকম একটাপ্রত্যায় নিয়ে নিজের কর্মস্থল বেনাপোলে যোগদান করেন। থানার ডিডির মাধ্যমে সেবাপ্রদান,অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান, মাদক চোরাচালান, ইভটিজিং, বাল্য বিবাহ রোধ সরকারির সকল প্রকার সেবা প্রদানে সর্বদা প্রস্তত রয়েছেন বলে ওসি মাসুদ খান অভিমত প্রকাশ করেন।

এই অভিমতের ওপর বিশ্বস্ততা এনে প্রায় দিনই বেনাপোল এলাকার সচেতন নাগরিক এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে আসছে৷আজ সন্ধ্যায় ওসি (প্রশাসন ) মামুন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এসে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি ,ট্রাক মালিক সমিতি এবং সানরাইজ পাবলিক স্কুল কমিটির সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক , আজিম উদ্দিন গাজী সাংবাদিকদের জানিয়েছেন, আন্তর্জাতিক মানের এই বেনাপোল বন্দরে আইন-শৃঙ্খলার পাশাপাশি সামাজিক যেকোনো কর্মকাণ্ডের আমরা পুলিশকে কাছে পেয়েছি ৷ পূর্বের অফিসারের নাই নতুন নিশ্চয়ই আমাদেরকে সেই সহায়তা প্রদান করবেন, আমরা তার আগামী দিনের সাফল্য কামনা করি ফুলের শুভেচ্ছা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন, ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ,মোঃ কামাল উদ্দিন, -সাংগঠনিক সম্পাদক ,মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক ,মোঃ মুসা করিম, বন্দর ও পরিবহন বিষয়ক সম্পাদক ,মোঃ আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য, মোঃ রেজাউল ইসলাম, সানরাইজ পাবলিক স্কুলের সহ-সভাপতি ,আলহাজ্ব আব্দুল হক খোকন, প্রধান শিক্ষক জনাব , নজরুল ইসলাম, সহ-প্রধান শিক্ষক, ইমামুল ইসলাম ,সহ- শিক্ষক শামীনুর রহমান, সদস্য মইদুল ইসলাম , সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷