বেনাপোল সীমান্তে ২ কেজি সোনার বারসহ আরো ও ২ পাচারকারী আটক 

26
মোঃজাকির হোসেন,বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের পাকা সড়কের উপর অভিযান চালিয়ে ২ কেজি ওজনের ১১ পিস সোনার বারসহ দৌলতপুর গ্রামের মৃত কাসেম আলীর স্ত্রী সফুরা খাতুন (৬২) ও ভবারবেড় গ্রামের ইব্রাহিমের ছেলে ইয়াছিন আলী (২৫) নামে দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।উল্লেখ্য গতকাল রাত ১০ টার সময় শিকারপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের নারকেলবাড়িয়া গ্রামের মাঠের মধ্য অভিযান চালিয়ে ৭৩ কেজি ওজনের ৬২৪ পিস সোনার বারসহ শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে মহিউদ্দিন (৩৫) নামে একজন সোনা পাচারকারীকে আটক করে। অর্থ্যাৎ পৃথক দুই অভিযানে দুইদিন ৭৫ কেজি সোনা আটক হলো।

শুকরব (১০ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানার শিকড়ি বটতলার পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করেছে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমান সোনার একটি চালান নিয়ে স্বর্ন পাচারকারীরা বেনাপোল পোর্ট থানার শিকড়ি সীমান্ত পার হয়ে ভারতে যাবে।এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে সুরা খাতুন ইয়াছিন নামে দুইজন স্বর্ন পাচারকারীকে ২ কেজি ওজনের ১১ পিস সোনা সহ আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের কমান্ডার সুবেদার মনির হোসেন দুইজন স্বর্ন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনাসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।