বিতর্ক প্রতিযোগিতায় কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঝিনাইদহ জেলা চ্যাম্পিয়ন

54

আল-ইমরান, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: বুধবার বিকালে ঝিনাইদহ জেলা বিতর্ক উৎসব ২০১৭ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের আযোজন, ডিবেটিং সোসাইটির বাস্তবায়নে ও জাহেদী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পুরাতন ডি,সি কোর্টের উন্মুক্ত মঞ্চে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা ভিত্তিক চ্যাম্পিয়ন ৬ টি দল জেলা পর্যায়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। বুধবার অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতার বিষয় বস্তু ছিল মাদক যুব সমাজ ধ্বংসের মূল কারণ। কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এর বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। ঝিনাইদহ বালিকা বিদ্যালয়ের পক্ষে দল নেতার দায়িত্ব পালন করে দশম শ্রেনীর ছাত্রী ঝিলিক গাঙ্গুলি। সাথে বিতার্কিক ছিল তাসফিয়াতুন নাজমুন রাপ্তি ও নুসরাত জাহান অরিন। বিপক্ষ দলের দলনেতা ছিল কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম বিজ্ঞান বিভাগের ছাত্রী আফিয়া হুমাইরা। দলের অপর দুই বিতার্কিক ছিল জারিন আনজুম সিনথিয়া ও দয়িতা সিংহ। বিজয়ী দলের বিতার্কিক জারিন আনজুম সিনথিয়া শ্রেষ্ঠ বক্তা হিসাবে নির্বাচিত হয়। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রসাশক সরোজ কুমার নাথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়দের মাঝে ট্রফি তুলেদেন। এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।