বাংলাদেশ-আয়ারল্যান্ডের খেলা হবে ইংল্যান্ডে

51

স্পোর্টস ডেস্ক

আর্থিক সংকটের সমস্যা দেখিয়ে বাংলাদেশের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি আগেই বাতিল করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী বছরে মে মাসে অনুষ্ঠিতব্য ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়েও দুশ্চিন্তায় পড়েছে আইরিশরা।

ওয়ানডে সিরিজের জন্য সূচি প্রকাশ করলেও ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত করতে পারেনি আয়ারল্যান্ড। তার কারণ আয়ারল্যান্ডের মূল ভেন্যুগুলোর একটি ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ। যেখানে বড় ধরনের সংস্কার কাজ চলছে। আর এ কারণেই বিপাকে পড়েছে আইরিশ ক্রিকেট বোর্ড। সিরিজের জন্য ভেন্যু খুঁজছেতারা।

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী (সিইও) ওয়ারেন ডিউট্রম জানিয়েছেন, ইংল্যান্ডের মতো নিরপেক্ষ কোনো ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টা করা হচ্ছে।

ক্রিকেট আয়ারল্যান্ডের ওয়েবসাইটে জানানো হয়েছে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ১৪ মে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১৬ ও ১৯ মে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে স্টরমন্টে।