বাংলাদেশের বাজারে শাওমির ৬৯৯৯ টাকা মূল্যের স্মার্টফোন

53
অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন রেডমি গো

প্রযুক্তি ডেস্কঃ গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি বাংলাদেশের বাজারে তাদের প্রথম অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন রেডমি গো নিয়ে এসেছে। প্রয়োজনীয় নানা সফটওয়্যার এবং কার্যক্ষম হার্ডওয়্যার সম্পন্ন রেডমি গো পাওয়া যাবে মাত্র ৬ হাজার ৯৯৯ টাকায়।

শাওমির ভারতীয় উপমহাদেশের হেড অব ওভারসিজ এক্সপানশন সংকেত আগারওয়াল বলেন, গত বছর বাংলাদেশে আসার পর থেকে শাওমি সম্মানিত গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে এবং মি ফ্যানদের এই সমর্থনের জন্য আমরা সত্যিই গর্বিত।

তিনি বলেন, আমরা আশা করি, বাজারে রেডমি গো আসার মাধ্যমে আরও বেশি গ্রাহক অবিশ্বাস্য মূল্যে অসাধারণ একটি ফোরজি স্মার্টফোন উপভোগ করতে পারবেন। প্রত্যেকের জন্য উদ্ভাবনী পণ্য নিয়ে আসার আমাদের যে প্রতিশ্রুতি, এটি তারই একটি অংশ।

রেডমি গো স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি ৭২০পি এইচডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর এবং ৩,০০০ এমএএইচ ব্যাটারি। স্মার্টফোনটিতে রয়েছে এলইডি ফ্ল্যাশলাইট সম্পন্ন ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, দুটি সিম কার্ড স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট, যেটিতে ১২৮ জিবি পর্যন্ত মেমোরী কার্ড ব্যবহার করা যাবে। ফোরজি সুবিধার রেডমি গো ভোল্টিই রেডি বলে শাওমি সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, গুগল ২০১৭ সালে অ্যান্ড্রয়েড গো প্রোগ্রাম নিয়ে আসে, যার মাধ্যমে সাশ্রয়ী স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েডের অত্যন্ত কার্যকর সংস্করণে চলছে। রেডমি গো স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও (গো এডিশন) অপারেটিং সিস্টেম এবং স্টোরেজ ও ডাটা ব্যবহার কমাতে এতে রয়েছে রিইমাজিন্ড গুগল অ্যাপস।

আট জিবি ইন্টারনাল স্টোরেজের রেডমি গো ব্ল্যাক ও ব্লু রং-এ বাজারে এসেছে, যার দাম পড়বে মাত্র ৬ হাজার ৯৯৯ টাকা। আগামী ৩ মার্চ সকাল ১১টায় শুরু হতে যাওয়া দারাজের ফ্ল্যাশ সেল-এ রেডমি গো (১+৮জিবি) পাওয়া যাবে বিশেষ মূল্যে মাত্র ৫ হাজার ৯৯৯ টাকায়।