কবিতাঃ ফানাটা নামাও ফণী

16
কবিতা

নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়

ওগো মৌসুমী কথা কও তুমি
ভালোবাসা মনে জাগে
হৃদয় আমার করে হাহাকার
ভালোবাসা অনুরাগে।

মৌসুমী বায়ে বয়েছে হাওয়া
ফণা তুলে দাও সিস
বঙ্গ উপকূল মাতাল করিয়া
ঢালিছ ফণীর বিষ।

ওগো মৌসুমী এসো এসো এসো
কেন আছো দূর গাঁয়ে
কালফণী হয়ে বৃথা কেন বিষ
ঢালিছ বাংলা মায়ে।

দূরে দূরে থেকে কেন এতোটাই
রেগে আছো বল শুনি
বাংলা মাকে ভালোবেসে তুমি
ফনাটা নামাও ফণী।