পীরগঞ্জে ভুলে ভরা জাতীয় পরিচয়পত্র বিতরণ

126
পীরগঞ্জে ভুলে ভরা জাতীয় পরিচয়পত্র বিতরণ

মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ৫ শতাধিক নতুন ভোটারের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। রবিবার পীরগঞ্জ পৌরসভা কার্যালয় দিনভর এসব কার্ড বিতরণ করা হয়। তবে বিতরণ জাতীয় পরিচয়পত্র অনেকের নাম, জন্ম তারিখ এবং ঠিকানায় ভুল করা হয়েছে বলে অভিযাগ পাওয়া গেছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌরসভার অধীনে বাদ পড়া এবং নতুন ৫ শতাধিক ভোটারের মাঝে সাময়িক জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

পৌরসভা এলাকার ঐ সব জাতীয় পরিচয়পত্র বিতরণের লক্ষ্যে শনিবার শহরে পৌর কর্তপক্ষ মাইক প্রচার করে। রবিবার সকাল থেকে পৌরসভা কার্যালয়ে তা বিতরণ করা হয়। এদিকে বিতরণ গত জাতীয় পরিচয় পত্রের ব্যাপক ভুল হওয়ার অভিযোগ উঠছে। ভুক্তভোগী পৌরসভার ৭নং ওয়ার্ডর জনৈক সবুজ আহম্মেদ জানান, তার নাম সবুজ আহম্মেদ। কিন্তু পরিচয় পত্রে বাংলায় মোঃ সবুজ আহাম্মেদ এবং ইংরজীতে এমডি সবুজ আহাম্মদ করা হয়েছে।

এরকম আরো বেশ কয়েকজন জানান, কারো নামের ভুল, কারো ঠিকানায় ভুল আবার কারো জন্ম তারিখ অথবা ছবি সংযোজন ভুল হয়েছে।

এ বিষয় উপজেলা নির্বাচন অফিসার তকদির আলী জানান, জাতীয় পরিচয়পত্রে ভুল হওয়ার কথা না। তারপরও ভুল হয়ে থাকলে উপযুক্ত প্রমান সহ আবদেন করা হলে তা সংশোধন করে দেওয়া হবে।