পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

5

রিপন হোসাইন,পাটকেলঘাটা : নিশ্ছিদ্র নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে ঘিরে স্কুল চত্ত¡রে প্রার্থীদের বিভিন্ন প্রতীকের পোষ্টার ও লিফলেট টাঙানোয় নির্বাচনে ভিন্নমাত্রা যোগ হয়।

নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রচার প্রচারণা ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে তৃতীয় শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন উপলক্ষ্যে মোট ১৭ জন প্রার্থী অংশগ্রহণ করে।

তৃতীয় শ্রেণি হতে ৪ জন, চতুর্থ শ্রেণি ৯ জন এবং পঞ্চম শ্রেণি হতে ৪ জন আলাদা আলাদা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। বেলা ১১ টা হতে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্য হতে পুলিশ, আনসার, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পর্যবেক্ষণ ও সাংবাদিক সবাই ছিল।

সবাই জাতীয় নির্বাচনের মতোই দায়িত্ব পালন করেছে। বেলা ১ টায় নির্বাচন শেষে নির্বাচন কমিশনার আলিফ বিশ্বাস ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ১৮৯ জন ভোটারের মধ্যে ১৫০ জন শিক্ষার্থী ভোট প্রদান করেন। এছাড়া স্টুডেন্টস কাউন্সিলের নির্বাচনে নির্বাচিত হয়েছে তৃতীয় শ্রেণি হতে সোহানা (বল), নিরব (লাটিম), রুদ্রনীল (বই), চতুর্থ শ্রেণী হতে মাইশা (মোবাইল সেট) ও ওয়ারিদ (দোয়েল পাখি), পঞ্চম শ্রেণি আবিদ (আম) ও ফাতেমা (কাপ প্রিচ)।

স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিলেন, প্রধান শিক্ষক বন্দনা চন্দ, সহকারী শিক্ষক অলিউল ইসলাম, রেক্সনা পারভীন, শাহানা বুলবুল, মোঃ সিরাজুল ইসলাম মিন্টু।