পাটকেলঘাটার আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ বয়লারে চলছে রাইস মিল

134

আল-আমিন সরদার : তালা উপজেলার পাটকেলঘাটায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের পশ্চিম পাশে আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ বয়লারে চলছে রাইচ মিল। অল্প খরচে নির্মিত বয়লারেই ধান সিদ্ধ হচ্ছে এখানে। মানহীন এসব বয়লারে যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমন আশংখা দেখা দিয়েছে অত্র এলাকাবাসীর মনে।

এ নিয়ে এলাকাবাসী একাধিকবার রাইচ মিল মালিককে অভিযোগ করলেও কোন প্রকার সুফল মেলেনি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
তাছাড়া বয়লারের কালো ধোয়া এলাকার পরিবেশ নষ্ট করছে বলেও তারা অভিযোগ করেন এ প্রতিবেদকের কাছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, সব থেকে নিম্ন মানের ইট ব্যবহার করে কোন প্রকার চোংগা ছাড়াই যত্রতত্র ভাবে তৈরি করা বয়লার দিয়ে চলছে রাইচ মিলের কাজ। এই বয়লালের জ্বালানী হিসাবে ব্যবহার করা হয় তুস। যা পরিবেশের জন্য খুবই বিপদজনক। তাছাড়া নিম্ন মানের এই বয়লার ব্লাস্ট হয়ে বড় ধরনের দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকার কোমলমতি ছেলে মেয়েরা এর পাশে সব সময় ঘোরাফেরা করায় যেকোন মুহুর্তে এই বয়লার ব্লাস্ট হয়ে মারাত্নক দূর্ঘটনার কবলে পড়লে কে নিবে এর দায়ভার ?

তাছাড়া আবাসিক এলাকায় এমন বয়লার দিয়ে রাইচ মিল পরিচালনা করা একে বারেই নিয়ম বহির্ভূত। অত্র এলাকার প্রায় ৫০ টি পরিবার ঐ অবৈধ বয়লার বন্ধের দাবী জানিয়েছেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের কাছে।

এ বিষয়ে মিল মালিকের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন এবং সে বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি।