নওগাঁর মান্দায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শনে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

105
নওগাঁর মান্দায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শনে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ ই রেনে হোলেষ্টেইন । পরিদর্শনকালে সফরসঙ্গী ছিলেন তাঁর স্ত্রী মিসেস করনেলিয়া গাটসি হোলেষ্টেইন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদুত অফিসের প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমিন লুবনা, হেকস-এর কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ, স্থানীয় বেসরকারী উন্নয়ন সহযোগি আরকোর নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী। বৃহস্পতিবার সকালে মসজিদটি পরিদর্শনে আসেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান, মান্দা থানার ইন্সপেক্টর (তদন্ত) তারেকুর রহমান সরকার, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, কুসুম্বা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, এসটিভি বাংলার বিশেষ প্রতিনিধি বুলবুল আহমেদ, একাত্তর টিভির মান্দা উপজেলা সংবাদদাতা মাহবুবুজ্জামান সেতু, বৌদ্ধবিহার পাহাড়পুর জাদুঘরে কর্মরত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধি আবু সাইদ ইনাম তানভিরুল, আব্দুল লতিফ, মান্দা থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন, আব্দুল মাজেদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মিরা, উপস্থিত ছিলেন। শেষে রাষ্ট্রদূত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।