ধানদিয়ার মৌলভীবাজারের পাশে অবৈধভাবে রাস্তায় বালু রেখে রমরমা ব্যবসা: প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

146
ধানদিয়ার মৌলভীবাজারের পাশে অবৈধভাবে রাস্তায় বালু রেখে রমরমা ব্যবসা: প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ত্রিশ মাইল থেকে চৌরাস্তা সড়কে অবস্থিত মৌলভীবাজারের রাস্তার উপর বালু রেখে অবৈধভাবে ব্যবসা করছে ২নং ধানদিয়া ইউপির পাঁচপাড়া গ্রামের মো. মোজাম সরদারের ছেলে মো. জাহাঙ্গীর আলম।
জনবহুল এই রাস্তায় বালু রাখার কারণে সাধারণ জনগন প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে।

সাতক্ষীরা জেলার মধ্যে কাঁচামালের বাজার হিসাবে মৌলভীবাজার অনেক কম সময়ে বহুল আলোচিত হয়ে আছে। এখানে বিভিন্ন জেলার মানুষ প্রতিদিন কাঁচামাল ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন জেলায় পিক আপ ও মিনি ট্রাকে সরবারাহ করে যাচ্ছে।

কিন্তু দুঃখজনক ব্যাপার হলো উক্ত বালু ব্যবসায়ীর কারণে রাস্তায় পড়ে থাকা বালুর জন্য ব্যহত হচ্ছে সাধারণ জনগন ও মৌলভীবাজারের কাচামাল ব্যবসায়ীদের যাতায়াত। অসাধু এই ব্যবসায়ী প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে বা প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।

এই রাস্তায় প্রতিদিন ১০ থেকে ১৫ টা টলি ও ট্রাক যোগে বালু লোড-আনলোড করে যাচ্ছে বালু ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন। ফলে রাস্তার এবং এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই বিষয়টি দৃষ্টি দেওয়ার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করছেন এলাকার গণ্যমাণ্য ব্যক্তি সহ সাধারণ জনগন।