দেবহাটায় বীরাঙ্গনা আছিয়া খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

8
দেবহাটায় বীরাঙ্গনা আছিয়া খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামের বাসিন্দা বীরাঙ্গনা আছিয়া খাতুন (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। রবিবার ভোররাত ৬টায় বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যুবরন করেন এবং মঙ্গলবার সকাল ১০ টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বীরাঙ্গনা আছিয়া খাতুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ সলিমুল্লাাহ’র বড় বোন।

তিনি বর্তমানে উপজেলার কোঁড়া গ্রামে সরকার প্রদত্ত বাড়ীতে বসবাস করতেন। মঙ্গলবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধকালীন দেবহাটার টাউনশ্রীপুরের ঐতিহাসিক কেদার মাঠে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় টাউনশ্রীপুরের পারিবারিক কবরস্থানে বীরাঙ্গনা আছিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়। এসময় বীরাঙ্গনা আছিয়া খাতুনের ভাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ সলিমুল্লাহ, দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর গাজী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মাহমুদ গাজী, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলহাজ¦ আবুল ফজল, মুক্তিযোদ্ধা কমান্ডের দপ্তর কমান্ডার আব্দুর রউফ, দেবহাটা সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী ইদ্রিস, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বীরাঙ্গনা আছিয়া খাতুন নিঃসন্তান ছিলেন এবং ওনার স্বামী ১৯৭১ সালে যুদ্ধ পরবর্তী মৃত্যুবরন করেন।