দেবহাটায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

5

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মশারায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের সাবেক সাবেক পরিচালক (প্রশাসন) ভূঁইয়া মোঃ আতাউর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা প্রকৌশলী আলহাজ্ব মমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

সভায় তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করা হয় এবং আইনের বিষয়ে জ্ঞান ও ধারনা দেয়া হয়।