দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক মোস্তফা কামাল

12

কে.এম রেজাউল করিম,দেবহাটা ব্যুরো : সারা সাতক্ষীরায় যতজন ডেঙ্গু রোগী পাওয়া গেছে তার ভিতরে দেবহাটার একজনও নেই বললেও চলে। এতে বোঝা যায় দেবহাটার মানুষ কতটা সচেতন।

ডেঙ্গু মোকাবেলায় সামাজিকভাবে তথা স্ব স্ব কর্মস্থল এমন কি বাড়ির আঙ্গিনায়ও পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশা জন্মানোর উৎপত্তিস্থল পরিস্কার পানি যাতে কোথাও না জমতে পারে সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। ঢাকা সহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন দরদি সমাজ সেবা ফাউন্ডেশনের আয়োজনে পারুলিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

আলোচনা সভা শেষে পারুলিয়া ইউনিয়ন পরিষদ হতে বাসস্টান্ড অভিমুখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালিতে অংশ গ্রহন করেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি।

পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ও জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর,কে বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে,এম রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন প্রমুখ।