তালায় শিশু অধিকার আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

20

এস এম বাচ্চু,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় জাতিসংঘ শিশু অধিকার সনদ, জাতীয় শিশু নীতি- ২০১১, শিশু আইন- ২০১৩, নারী ও শিশু নির্যাতন দমন আইন- ২০০৩, বাল্য বিবাহ আইন- ২০১৭, শিশু শ্রম নিরসন আইন এবং বাংলাদেশের শিশুদের অনুকুল ও প্রতিকুল অবস্থার ধরন সহ শিশুদের জীবন-মান উন্নয়নে করনীয় শীর্ষক ২দিনের প্রশিক্ষন উদ্বোধন হয়েছে। ইউএনডিপি’র এইচআরপি কর্মসূচীর আর্থিক সহায়তায় গতকাল সকাল ১০ টায় মুক্তি ফাউন্ডেশন’র সেমিনার কক্ষে পশিক্ষন’র আয়োজন করা হয়।

মুক্তি ফাউন্ডেশন ও বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) এর যৌথ উদ্যোগে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন, মুক্তি ফাউন্ডেশন’র পরিচালক গোবিন্দ ঘোষ। প্রশিক্ষন প্রদান করেন, ভয়েস অব সাউথ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম এবং বিএসএএফ’র সহকারী প্রোগ্রাম অফিসার সাজ্জাদ আহমেদ। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান সহ সাংবাদিক, এনজিও কর্মী এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।