তালায় গ্রাম আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা ফেরত পেলেন অসহায় ভ্যান চালক

57

এসএম বাচ্চু, তালা প্রতিনিধি : তালার মাগুরা গ্রাম আদালতের মাধ্যমে পাওনা ৩০হাজার টাকা ফিরে পেয়েছেন ইউনিয়নের ফলেয়া গ্রামের মৃত একব্বার শেখের পুত্র মো:শরিফুল শেখ ।

জানাযায়,অসহায় ভ্যানচালক শরিফুল তার কষ্টে উপার্জিত টাকা দিয়ে ৩ শতক জমি ক্রয়ের জন্য আতিয়ার বিশ্বাসের কাছে ৩০হাজার টাকা প্রদান করেন। কিন্তু ৪মাস অতিবাহিত হবার সত্বেও আতিয়ার জমি লিখে না দিয়ে বা টাকাও ফেরত না দিয়ে নানা রকম টালবাহানা করতে থাকে । অবশেষে শরিফুল উপায়ন্তর না দেখে গ্রাম আদালতে ২০ টা ফি জমা দিয়ে অভিযোগ দায়ের করেন ।

উপজেলার মাগুরা ইউনিয়ন গ্রাম আদালত অভিযোগটি গ্রহণ করে বিচারিক প্যানেলের মাধ্যমে উক্ত ৩০ হাজার টাকা টাকা ফেরত প্রদান করেন।

ভ্যান চালক শরিফুল জানান,আমি গ্রাম আদালতের মাধ্যমে এত অল্প সময়ে ২০ টাকার বিনিময়ে পাওনা ৩০হাজার টাকা ফেরত পাবো তা ভাবতেও পারিনি। আমি গ্রাম আদালতের প্রতি খুব খুশি।