ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩ রানে জয়

10

লাল সবুজের কথা ডেস্কঃ ডু অর ডাই ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচে আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। আগে ব্যাট করে আফগানিস্তানকে ২৫০ রানের টার্গেট দেয় বাংলাদেশ দল।

নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই ৮ রান করা ইহসানউল্লাহকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান।এরপর সাকিবের ডিরেক্ট হিটে রান আউট হয়েছেন রান করা রহমত শাহ।
তৃতীয় উইকেটে হাসমতউল্লাহ শহীদিকে নিয়ে দারুণ এক জুটি গড়েন আহমেদ শাহজাদ।

এই দুজনের জুটিতেই দলীয় অর্ধশতক পূরণ হয় আফগানদের। ৫৩ রান করা শাহজাদকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর আসগরকে নিয়ে আফগানদের জুটি গড়েন শহীদি।

৩৯ রান করা আজগরকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপরে আবারো হাসমতুল্লাহকে আউট করে নিজের ক্যারিয়ারের ২৫০টি উইকেট পূরণ করেন মাশরাফি।

এরপরে সামিউল্লাহ শেনোয়ারির উইকেট পান সাকিব। কিন্তু সাথে সাথেই তিনি নেন রিভিউ। সেই রিভিউ নিয়েই বেঁচে যান সামিউল্লাহ।

এরপরে স্লগ ওভারে নবীর উইকেট নিয়ে বাংলাদেশকে কিছুটা আশার সঞ্চার করেন সাকিব। শেষ অভারে ৮, এরপরে শেষ অভারে মোস্তাফিজের দারুণ বলে আফগানিস্তানকে ৩ রানে হারালো বাংলাদেশ।