ডাক্তার হাসনাত ফাউন্ডেশনের উদ্যোগে উৎপল দে পেল সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র

159
ডাক্তার হাসনাত ফাউন্ডেশনের উদ্যোগে উৎপল দে পেল সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ডাক্তার হাসনাত ফাউন্ডেশন নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসাবে সোমবার সন্ধ্যায় খেলাঘর আসরের কার্যালয়ে ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চারুপীঠ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক উৎপল দে কে সাংস্কৃতিক সংগঠক হিসাবে সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার হাসনাত আনোয়ার মুন এর সভাপতিত্বে প্রদান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান। অন্যন্যেদের বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ শাহীন, রবীন্দ্র -নজরুল সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক মাহবুবুর রহমান টুলু,সারেগামা সংগীত একাডেমীর পরিচালক স্বপন দে, সংগীত শিল্পী আব্দুল গণি প্রমুখ। কর্মসূচীর মধ্যে রয়েছে কম্বল বিতরণ, বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান, চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক সংগঠকদের মাঝে সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ।