চুয়াডাঙ্গা জিবননগর আদালতের নির্দেশনায় ধ্বংস করা হয় বিপুলসংখ্যক ফেনসিডিল

78

নওয়াজ শরীফ পিয়াস (চুয়াডাঙ্গা প্রতিনিধি) শনিবার সকালে চুয়াডাঙ্গা আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া নোশীন বর্ণী, জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া কোর্ট সিএসআই মাহসিন,কোর্টের বেঞ্চ সহকারী সানোয়ার মোল্যার উপস্থিতিতে রোলারের মাধ্যমে চার হাজার ৫৬৮ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়।

সূত্র জানায়, বিজিবি সদস্য কতৃক বিশেষ অভিযান পরিচালনায় ২০১৭ সালের ২৭ ডিসেম্বর ট্রাক ভর্তি ফেনসিডিল আটক করেন। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে। মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় আদালতের আদেশে শনিবার সকালে জীবননগর থানা ক্যাম্পাসে জব্দকৃত ফেনসিডিলগুলো ধংস করা হয়। ফেনসিডিল ধ্বংসের সময় সাংবাদিকদেরকে রহস্যজনক কারণে জানানো হয়নি।

তবে ধ্বংসের ব্যাপারটি কিছু সাংবাদিক জানতে পেরে কিছু তথ্য সংগ্রহ করে থাকে।