চিলমারীতে বন্যায় ৭৬ বিদ্যালয়ে পাঠদান স্থগিত

43
চিলমারীতে বন্যায় ৭৬ বিদ্যালয়ে পাঠদান স্থগিত

চিলমারী (কুড়িগ্রাম )প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্ধন ঘোষণা করা হয়েছে উপজেলার ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান। চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের (ভারপ্রাপ্ত) সোমবার (১৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে রোপা আমনের বীজতলা।

সরেজমিন দেখা যায়, ব্রহ্মপুত্র নদের পানি হু হু করে বাড়ছে। অব্যাহত পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গা, পুটিমারী, হাটিথানা, রাজারভিটা, কাঁচকোল, রানীগঞ্জ ইউনিয়নের মজারটারী, ফকিরেরহাট, নয়াবস, চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ারখাতা, কড়াইবরিশাল, মনতোলা, শাখাহাতি, গাজীরপাড়া, ঢুষমারা অষ্টমীরচর ইউনিয়নের খোর্দ বাশপাতারী, নটারকান্দি, গয়নার পটল, মুদফাৎকালিকাপুর, ডাটিয়ারচর নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়ারচর, তেলীপাড়া, বজরাদিয়ারখাতা, খেরুয়ারচর, ফেইচকারচর, রমনা ইউনিয়নের পাত্রখাতা, উত্তর রমনা, টোনগ্রাম, ডাটিয়া পাড়া, মাঝিপাড়াসহ বির্স্তিন এলাকা।

সোমবার বেলা ১২টায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর চিলমারী পয়েন্টের গেজ রিডার মো. মাহফুজার রহমান জানান, ‘গত ২০ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’