চামেলীকে ভারতে নেয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

9
চামেলীকে ভারতে নেয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গুরুতর ইনজুরিতে আক্রান্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার চামেলী খাতুনকে (২৭) উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়া হচ্ছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চামেলী খাতুনকে দেখতে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এসময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করে চামেলীকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানোর কথা বলেন।এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

চামেলী খাতুন মেরুদণ্ডের জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে বিনা চিকিৎসায় ধুঁকছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এক সময়ের মাঠ কাঁপানো এই অলরাউন্ডার। গুরুতর অবস্থায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চামেলী খাতুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বিসিবিসহ সমাজের অনেকেই তাকে সহযোগিতার আশ্বাস দেন।

চামেলী খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে সহযোগিতার আশ্বাসও দেন।