কেশবপুর বসত ভিটার পানি সরানোকে কেন্দ্র করে এক যুবককে হুমকী

8

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর বসত ভিটার পানি সরানোকে কেন্দ্র করে এক যুবককে হুমকী দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মতিউর রহমান বাদী হয়ে কেশবপুর থানায় ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষীনাথকাটী গ্রামের আলী হাসানের ছেলে মতিউর রহমানের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত মোবারেক মোড়লের ছেলে আজিজুর ও মৃত আনছার মোড়লের ছেলে জিয়াউর রহমানের সঙ্গে পূর্বশত্রুতা চলে আসছিল। মতিউর রহমান সাংবাদিকদের জানান, আমার বসত ভিটাতে পানি জমে থাকার কারণে ওই পানি সরাতে গেলে মঙ্গলবার দুপুরে আজিজুর ও জিয়াউর রহমান আমার বাড়ির সামনে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি ও দা দিয়ে আমাকে খুন করিতে আসলে আমি দ্রুত পালিয়ে যায় এবং তারা আমাকে মাদকসহ হয়রাণী মূলক মামলাসহ বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও খুন জখমের হুমকী প্রদান করায় আমি বর্তমানে তাদের ভয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। এ ব্যাপারে কেশবপুর থানার এস আই মেহেদী হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে আজিজুর রহমানের মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, মতিউর রহমানের সঙ্গে আমার কোন গোলযোগ নেই।