কেশবপুরে লিচু বিক্রি করে সাফল্যের মুখ দেখেছে ২ ভাই

27
কেশবপুরে লিচু বিক্রি করে সাফল্যের মুখ দেখেছে ২ ভাই

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে লিচু বিক্রি করে সাফল্যের মুখ দেখেছে লিচু ব্যবসায়ী আলমগীর হোসেন গাজী ও পাপ্পু হোসেন গাজী। উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আসলাম গাজীর ছেলে আলমগীর হোসেন গাজী ও পাপ্পু হোসেন গাজী সাংবাদিকদের জানান, কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রতিবছরে আমরা ২ ভাই মিলে লিচুর বাগান কিনে লিচুর ব্যবসা করে থাকি।

কেশবপুরে লিচু বিক্রি করে সাফল্যের মুখ দেখেছে ২ ভাইপ্রতিবছরের ন্যায় এবছরেও ভালুকঘর গ্রামের ২ টি লিচুর বাগান কিনেছি আমরা। ১ শত লিচু ২শত থেকে আড়াই শত টাকা পর্যন্ত বিক্রি করা হয়। কেশবপুরের চাহিদা মিটিয়েও ঢাকা রাজধানীতেও পাঠিয়ে দেওয়া হয় এই লিচু। লিচু বিক্রি করে সংসার চালানোর পরও বাড়তি অর্থ জমা রেখে সাফল্যের মুখ দেখেছি আমরা।