কেশবপুরে মাঠে চারিদিকে হলুদ রঙের সরিষার ক্ষেত

287

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে সরিষার বাম্পার ফলন দেখা দিয়েছে। প্রাকৃতিক দূযোর্গ না হলে সময়মত সরিষা ঘরে তুলতে পারবে কৃষকরা। উপজেলার অধিকাংশ গ্রামে গিয়ে দেখা গেছে মাঠে কৃষকরা তাদের সরিষার ক্ষেত পরিচর্যার কাজে ব্যাস্ত রয়েছে। দিন দিন উপজেলায় সরিষা ক্ষেতের আবাদ চাষে ঝুকে পড়েছে কৃষকরা।

গত বছরের তুলনায় এবছরে অনেক বেশী কৃষকরা সরিষার আবাদ চাষ করেছে। কেশবপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ত্রিমোহিনী, সাগরদাঁড়ি, মজিদপুর, বিদ্যানন্দকাটি, মঙ্গলকোট, কেশবপুর সদর, পাঁজিয়া, সুফলাকাটি, গৌরিঘোনা, সাতবাড়িয়া, হাসানপুর ইউনিয়নের অধিকাংশ কৃষকরা ১৪ বারী জাতের ও স্থানীয় জাতের সরিষার আবাদ করেছে। ব্রহ্মকাটি, রামচন্দ্রপুর, গড়ভাঙ্গা, হাবাসপোল, ভোগতি নরেন্দ্রপুর, মজিদপুর, টিটা বাজিতপুরসহ বেশ কয়েকটি অঞ্চলে ঘুরে দেখা গেছে, মাঠের চারিদিকে হলুদ রঙের সরিষার ক্ষেত ছড়িয়ে পড়েছে। কৃষকরা ভালো ফলন পাওয়ার জন্য দিনরাত পরিশ্রমের কাজে সরিষার ক্ষেতে পরিচর্যা করে চলেছে। ব্রহ্মকাটি গ্রামের আকব্বার আলী, রামচন্দ্রপুর গ্রামের শহিদুল ইসলাম, মজিদপুর গ্রামের আতিয়ার রহমানসহ অনেক কৃষকরা জানান, গত বছরে সরিষার ফলন ভালো হয়েছিল। দামও একটু বেশী পাওয়ায় এবছরে কৃষকরা সরিষার আবাদ চাষে ঝুকে পড়েছে। আমরা আশা করছি এবার সরিষার ফলন ভালো পাবো। উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা জানান, উপজেলায় ৩ শত ২০ হেক্টর জমিতে সরিষার চাষ করে কৃষকরা। প্রাকৃতিক দূযোর্গ না হলে সময়মত সরিষা ঘরে তুলতে পারবে তারা।