কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত  ৯

8
কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত  ৯

আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়েছে। এরমধ্যে ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি ৫ জন স্থানীয় চিকিৎসা নিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদড়া গ্রামের মৃত মোবারক আলী গাজীর ছেলে আব্দুল গফুর গাজীর সাথে দীর্ঘদিন ধরে তার বড় ভাই আব্দুল কুদ্দুস গাজীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে তাদের মধ্যে কথা কাটা-কাটি শুরু হয়। কাটা-কাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষে আহত হন আব্দুল গফুর গাজী (৫৫), তার স্ত্রী নাসিমা বেগম (৪৫), মেয়ে উর্মি খাতুন (১৪), বৈশাখী খাতুন (১২), আব্দুল কুদ্দুস গাজী (৬০), তার স্ত্রী রাবেয়া বেগম (৫৩), মেয়ে পারুল খাতুন (২০), ছেলে শাহিন গাজী (২৫), পুত্রবধু সুমি খাতুন (২১)।

এরমধ্যে আব্দুল গফুর গাজী, তার স্ত্রী নাসিমা বেগম, মেয়ে উর্মি খাতুন, বৈশাখী খাতুন কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আব্দুল কুদ্দুস বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।