কেশবপুরে কাঁঠাল চুরির প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীকে মারপিঠ

28

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে কাঠাল চুরির প্রতিবাদ করায় স্বামী স্ত্রীকে মারপিঠ করে গুরুতর জখম করেছে কাঠাল চোরেরা বলে অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে স্বামীকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ও তার স্ত্রী স্থানীয় চিকিৎসা নিয়েছে।

উপজেলার গৌরিঘোনা গ্রামের মৃত অরবিন্দ সরকারের ছেলে সঞ্জয় সরকার জানান, একই গ্রামের মৃত মহেন্দ্র সরকারের ছেলে সন্তোষ সরকার প্রতিবেশী সুকুমার মাস্টারের বসতবাড়ির রোপন করা একটি কাঠাল গাছ থেকে মঙ্গলবার দুপুরে কাঠাল চুরি করে। এই নিয়ে সন্তোষ সরকারের সাথে আমার কথা কাটাকাটি হয়।

বুধবার সকালে আমি সন্তোষ সরকারের বাড়ির সামনে যাওয়া মাত্রই সন্তোষ সরকার, তার স্ত্রী পুস্প সরকার মিলে দাঁ দিয়ে আমার মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করে। আমার আত্নচিৎকারে আমার স্ত্রী লক্ষী সরকার (৩০) ঠেকাতে আসলে তারা আমার স্ত্রীকে মারপিঠ করে আহত করে।

এঘটনায় আমি বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এব্যাপারে সন্তোষ সরকারের বক্তব্য নেওয়ার জন্য বারবার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।