কেশবপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো উপজেলা পরিষদ নির্বাচন

13

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রবিবার সুষ্টুভাবে ভোট গ্রহণের মাধ্যমে শেষ হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেছেন।

স্বতন্ত্র চেয়ারম্যান পদে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম আনারস প্রতীকে ৪৭,৯৭০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদন্ধি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম আমির হোসেন পেয়েছেন ৩৫,৮১৯ ভোট ও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫১৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পলাশ মল্লিক তালা প্রতীকে ৪০,৯২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদন্ধি আব্দুল লতিফ রানা উড়োজাহাজ প্রতীকে ১৮,১১৮ ভোট, কবির হোসেন চশমা প্রতীকে ৮,২২৭ ভোট, সাঈদুর রহমান সাঈদ টিয়া পাখি প্রতীকে ৭,০৫৮ ভোট, হাবিবুর রহমান হাবিব টিউবওয়েল প্রতীকে ৪,৮৭৭ ভোট, এস এম মাহাবুর রহমান উজ্জ্বল মাইক প্রতীকে ২,৬১৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আক্তার সাদেক হাঁস প্রতীকে ৪০,৫৪১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদন্ধি রাবেয়া ইকবাল ফুটবল প্রতীকে ৩৯,৮৭৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।