কেশবপুরে ইসলামিক ফাউন্ডেশনের ২ শিক্ষকের বিরুদ্ধে জাল সার্টিফিকেটে চাকুরী করার অভিযোগ

18

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে জাল সার্টিফিকেটে চাকুরী করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মজিবর রহমান বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ২ শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সন্যাসগাছা ও ভেরচি বাজার জামে মসজিদ মক্তবে প্রাক-প্রাথমিক শিক্ষক আব্দুস সাত্তার ও মাহমুদ মোস্তফা কওমী মাদ্রাসা দাওরা হাদিস ও হাফেজ পাসের জাল সনদ দিয়ে দীর্ঘ দিন ধরে চাকুরী করে আসছে। তারা নিজেরা সার্টিফিটেক তৈরি করে মাদ্রাসার নামে সবুর মাওলানার স্বাক্ষর জাল করে সেই সার্টিফিকেটে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক পদে দীর্ঘ দিন চাকুরী করছে। জাল সার্টিফিকেটে চাকুরী করেও তারা প্রতি মাসে ৪ হাজার টাকা করে বেতন উত্তোলন করছে। এ ব্যাপারে প্রাক-প্রাথমিক শিক্ষক মাহমুদ মোস্তফার মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমি জাল সার্টিফিকেট দিয়ে চাকুরী করিনা। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি কু-চক্রী মহল আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে হয়রাণী করে চলেছে। এ ব্যাপারে প্রাক-প্রাথমিক শিক্ষক আব্দুস সাত্তারের মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমি জাল সার্টিফিকেট দিয়ে চাকুরী করিনা। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।