কেশবপুরে অজ্ঞাত ফল খেয়ে শিশুসহ ৫ জন অসুস্থ

36
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে অজ্ঞাত ফল খেয়ে শিশুসহ ৫ জন অসুস্থ হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার হাসানপুর গ্রামের হবিবুর রহমান মোল্যার ছেলে ইব্রাহিম মোল্যা শুক্রবার সকালে তাদের বাড়ির পাশে গর্ত করার জন্য মাটি খুঁড়তে থাকেন। মাটির গর্ত করতে করতে কিছুদুর যাওয়ার পর হঠাৎ বেশকিছু অজ্ঞাত ফল সেখানে দেখতে পান।

ওই সময় ইব্রাহিম মোল্যা ওই অজ্ঞাত ফল সংগ্রহ করে নিজ বাড়িতে নিয়ে আসেন। ফল আনার পর ইব্রাহিম মোল্যার মা বিলকিস বেগম (৩৫), চাচী শাহিদা বেগম (৫০), তাসলিমা বেগম (৩৫), চাচাত বোন আয়েশা খাতুন (২১) ও ভাগ্নে ফাহিম (৫) ওই অজ্ঞাত ফল খাওয়ার সঙ্গে সঙ্গেই অসুস্থ হয়ে পড়েন। এসময় তাদের পরিবারের লোকজন অসুস্থদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আবু শাহিন বলেন, অজ্ঞাত ফল খেয়ে ৫ জন অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তারা এখন আশংকামুক্ত।