কালিগঞ্জে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

16

মাসুদ পারভেজ, কালিগঞ্জ : কালিগঞ্জ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট (কেবিটি) এর আয়োজনে ৮দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় উত্তর কালিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে ব্যাডমিন্টন টুর্নামেন্টে ৮ টি দলের খেলায় ঢাকা, চট্টগ্রাম, পাবনা, খুলনা, পাইকগাছা, সাতক্ষীরাসহ অন্যান্য স্থানের জাতীয় মানের খেলোয়াররা এই টুর্নামেন্টে অংশগ্রহন করে।

হাজারও দর্শকের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দেপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা রাত ৩টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দলের পক্ষে খুলনার রিয়াদ-অনিক জুটি ও রাজু ভোমরা এর পক্ষে চট্টগ্রামের শির্পাত-আসাদ জুটি দৃষ্টিনন্দন প্রতিদ্বন্ধিতার মধ্যে হাসপাতাল কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স জয়লাভ করে। ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন। কেবিটির সভাপতি মিহির মিত্র এর সভাপতিত্বে ও এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সধারন সম্পাদক সজল মুখার্জি, কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ এর সাবেক পরিচালক সাব্বির আহমেদ বিদ্যুৎ, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজজামান পল্টু, কালিগঞ্জ দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক নুর আব্দুল বিশ^াস, সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতি সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, উত্তর কালিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার ঘোষ, দলিল লেখক সমিতির কর্মকর্তা গোলাম আয়ুব জুলু, রবিউল ইসলাম, ফরিদ প্রমুখ। খেলাটি পরিচালনা করেন রেফারী শাহীন।

ব্যাডমিন্টন খেলা শেষে চ্যাম্পিয়ান দলকে ৪০ হাজার টাকার প্রাইজমানি ও রানাসআপ দলকে ২০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হয় রাজু ভোমরা দলের খেলোয়ার শির্পাত।