কলারোয়ায় স্যানিটেশন ব্যবস্থাপনা ও উন্নত স্বাস্থ্যাভ্যাস পরিচর্যা বিষয়ক কর্মশালা

15
কলারোয়ায় স্যানিটেশন ব্যবস্থাপনা ও উন্নত স্বাস্থ্যাভ্যাস পরিচর্যা বিষয়ক কর্মশালা

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা ও উন্নত স্বাস্থ্যাভ্যাস পরিচর্যা সমন্বিত ওয়াস বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আমিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এর আগে স্বাগত বক্তব্য দেন-কলারোয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মহা: ছারোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মাদ বাবলু আখতার, ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (প্রাক্কলনিক) মোঃ আনোয়ার হোসেন, সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী অমল কুমার রায় প্রমুখ।

এছাড়া ওই কর্মশালায় ওয়াটসন কমিটি, স্থানীয় সরকার, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক কর্মকর্তা এবং ওয়াস বিষয়ক সংশ্লিষ্ট সহযোগী সংস্থা সমূহের সমন্বয়ে কর্মশালায় অংশগ্রহন করেন।

উল্লেখ্য-জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্যায়) কর্তৃক বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা ও উন্নত স্বাস্থ্যাভ্যাস পরিচর্যা সমন্বিত ওয়াস বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।