কলারোয়ায় নামসংকীর্তন ও ভাগবত আলোচনা

16

জুলফিকার আলী, কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় নাম সংকীর্তন ও ভাগবত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩জানুয়ারি) কলারোয়ার পৌরসভাধীন তুলসীডাংঙ্গা ঘোষ পাড়ায় মৃত. প্রভাস কুমার ঘোষের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নামসংকীর্তন ও ভাগবত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াতের দু’পুত্র তপন কুমার ঘোষ ও পরিতোষ কুমার ঘোষের আয়োজনে নামসংকীর্তন পরিবেশন করে হরিবাসর সম্প্রদায়ের গায়ক মাস্টার উত্তম পাল, বাপ্পি হালদার প্রমুখ।

ভাগবত পাঠ ও আলোচনা করেন কেশবপুর বালিয়াডাঙ্গার অনন্ত দাশ বাবাজী। পরে কির্তন পরিবেশন করা হয়। পরিতোষ কুমার ঘোষ জানান, তার পিতার আত্মার মঙ্গোলার্থে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, কেঁড়াগাছি হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের সভাপতি প্রভাষক কার্তিক চন্দ্র মিত্র, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দিপ রায়, সংগঠনটির উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জল দাস, সাধারণ সম্পাদক গোপাল ঘোষ বাবু, সাংগঠনিক সম্পাদক প্রান্ত দেবনাথ, যুব ঐক্য পরিষদের সভাপতি জয় দাস, কলারোয়া নিউজের সহ.সম্পাদক মিলন দত্ত, রিপোর্টার আদিত্য বিশ্বাস, গীতা পরিষদের সাধারণ সম্পাদক পল্লব মন্ডল বাপ্পা, রামলাল দত্ত, উত্তম ঘোষ, অর্জুন পাল প্রমুখ।