কলারোয়ায় কারিতাসের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

8
কলারোয়ায় কারিতাসের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় আইসিডিপি ঋষি প্রকল্পের আওতায় ৭২জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ক্রয় ও পরীক্ষার ফরম পূরনের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ১০টায় কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গাস্থ কারিতাস অফিসে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারিতাস কলারোয়ার সিডিও সুকুমার দাসের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-সাতক্ষীরা ধর্ম পল্লীর ফাদার লরেন্স ভালুতি। বিশেষ অতিথির বক্তব্য দেন-খুলনা কারিতাসের প্রকল্প ইনচার্জ মিঃ আনন্দ দাস, পিআইসি সদস্য শিরিল মন্ডল।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কারিতাসের সিডিএ প্রশান্ত দাস, দেবেন সরকার, মালতী বিশ্বাস, সুমতি রোজারিও প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার ৭২জন ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ ক্রয় ও পরীক্ষার ফরম পুরনের জন্য নগদ ৮৬ হাজার ৪শত টাকার উপবৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ।