কলারোয়ার পালপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

22
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় ভগবান শ্রী কৃষ্ণের ৫৩৪৫ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কলারোয়া সনাতন ধর্ম স্বেচাছাসেবক পরিষদ, শ্রীকৃষ্ণ দাস সম্প্রাদায়, জয় মাহাপ্রভু সেবক সংঘ, সনাতন ক্রীড়া সংঘ, গীতা পরিষদ, যুব কমিটি, সোনাবাড়ীয়া শ্যামসুন্দর মন্দির কমিটি ও উত্তর মুরারীকাটি পালপাড়া দুর্গামন্ডপ কমিটির উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী, পুরুষ ও শিশু অংশ নেয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর মুরারীকাটি পালপাড়া দুর্গামন্ডপ প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জন্মাষ্টমী উৎসব উদযাপনের আহবায়ক কমিটির-উপজেলা জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি শ্রী গোষ্ঠ চন্দ্র পাল, উপজেলা সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের আহবায়ক শ্রী নরেন্দ্র নাথ ঘোষ, সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ পাল, জয় মহাপ্রভু সেবক সংঘের সাধারণ সম্পাদক শ্রী অসিত ঘোষ, যুগ্ম আহবায়ক শ্রী সুনীল দাস, সদস্য সচিব শ্রী অসীম কুমার দাস, যুগ্ম সদস্য সচিব শ্রী অমিত ঘোষ, শ্রী জগবন্ধু নন্দী, কোষাধ্যক্ষ শ্রী লক্ষণ চন্দ্র বিশ্বাস, শ্রী উদয় কুমার মন্ডল, মাস্টার গোবিন্দ বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়া শিশুদের মধ্যে প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতা পাঠের আয়োজন করা হয়।