কবিতা: আমার অস্তিত্ব

24
মো জসিম উদ্দিন

মো: জসিম উদ্দিন

আমি দেখেছি সবুজ ঘাসের বুকে
লক্ষ শিশিরের মেলা
সুবাস ছড়ানো পাপড়ির’ পরে
কালো ভোমরের খেলা।

রাতে জোনাকির মিটিমিটি আলোয়
কাটে আঁধারের বাঁধ
আনমনা হয়ে কতই দেখেছি
জোছনা ছড়ানো চাঁদ।

নিঝুম রাতের নীরবতায়
সময় যেন থামে
কালো আঁধারের বুক চিরে ফের
রোদের ঝিলিক নামে

পাখির কোরাসে মন ভরে যায়
বাতাসে ভরে বুক
ঝম ঝম ঝম বর্ষায় ভিজে
খুঁজে পাই সব সুখ।